2020/09/04

মাদ্রাসা- ই বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (রহঃ) কমপ্লেক্স নির্মান কাজের শুভ উদ্ভোধন

SHARE


মাদ্রাসা- ই বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী (রহঃ) কমপ্লেক্স নির্মান কাজের শুভ উদ্ভোধন 


শেখ রুবেল :

আলহামদুলিল্লাহ, জামানার মহা মুজাদ্দেদ, বিশ্বওলী কেবলাজান হুজুর  পাকের মনোনীত, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে, নরসিংদী জেলা, শিবপুর উপজেলায় দুলালপুর, শিমুলতলা বাজার সংলগ্ন, মাদ্রাসা-ই বিশ্বওলী ফরিপুরী (রহঃ)কমপ্লেক্স নির্মান কাজের ভিওিপ্রস্তর স্হাপন করা হয়, জাকের পার্টির সাবেক  সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষানুরাগী, কেমব্রিজ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, নরসিংদী জেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, মোঃরাজীব হোসেন রাতুল ভাইয়ের তত্বাবধানে এবং পরিচালনায়


উপস্হিত ছিলেন শিবপুর উপজিলা জাকের পার্টির সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, মোঃ আসাদুজ্জামান পাঠান, শিবপুর প্রেসক্লাবের আহবায়ক, জেলা যুব ফ্রন্টের সাধারন সম্পাদক, সাংবাদিক আলম খাঁন, অত্র বিশ্ব ওলী জামে মসজিদের সম্মানিত সভাপতি, মোঃ সিরাজ উদ্দিন খন্দকার, জেলা ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, মোঃ শাহাদত হোসেন, নরসিংদী পৌরসভা জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ রিফাত, মাছিমপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি, মোঃ আসাদুজ্জামান শেখ (আসাদ মুন্সি)তালাবা ফ্রন্টের মোঃ মিলন, জেলা যুব ফ্রন্টের মোঃ সোহেল রানা, যুব ফ্রন্টের উপজিলা সভাপতি মোঃ আবুবক্কর খাঁন, সাধারন সম্পাদক, মোঃ আবুল,  সাংগঠনিক সম্পাদক, মোঃ হেকিম আলী, উপজিলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক মোঃ রিদয় ভুইয়া ও সকল সহযোগী সংগঠনের নেতৃবিন্দ

এলাকা বাসী ও জাকের পার্টির নেতৃবৃন্দের সহযোগিতায় মাদ্রাসা কাজ শুরু হলো। 

SHARE

Author: verified_user