জেলা ও মহানগর সভাপতিদের সাথে জাকের পার্টি চেয়ারম্যানের মতবিনিময়
সকল জেলা ও মহানগর সভাপতি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওতাধীন থানা সভাপতিদের সাথে ভিডিও কনফারেন্স করেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
গতকাল বুধবার রাতে বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ কনফারেন্সে জাকের পার্টি চেয়ারম্যান বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী ( কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব প্রতিষ্ঠিত জাকের পার্টির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য আলোকপাত করেন। জাকের পার্টির দুষমনদের অবধারিত বিপর্যয় ও সমুলে উৎপাটন, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানবতার উপর ঘনায়মান সম্ভাব্য দুর্যোগ, পরিত্রাণে জাকের পার্টির অপরিহার্যতা, বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিল বিনির্মানের নানা দিক, এবাদত ও খেদমতের আবশ্যকতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে চেতনাসঞ্চারী আলোকপাত করেন।
মোস্তফা আমীর ফয়সল নানা প্রতিবন্ধকতা, প্রবল প্রতিকুলতা অতিক্রম করে জাকের পার্টির দুর্বার এগিয়ে যাওয়ার ঘটনাবলী তুলে ধরলে নেতৃবৃন্দের মাঝে আবেগঘন আবহ তৈরী হয়। অনেকেই অশ্রুসজল হয়ে পড়েন।
