রমযানুল মুবারক
জাকের পার্টি চেয়ারম্যানের বাণী
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেছেন, শুভ প্রবৃত্তি, ন্যায়নিষ্ঠতা ও মানবিক গুণাবলীতে মহীয়ান স্নিগ্ধ শান্তি ও কল্যাণমুখী জীবন গঠনে পবিত্র রমযানুল মুবারাকের গুরত্ব ও তাৎপর্য অপরিসীম।
পবিত্র রমযানুল মুবারক উপলক্ষ্যে প্রদত্ত এক বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বিরাজমান দুর্যোগময় পরিস্থিতি বিবেচনায় সকলে মহান রাব্বুল আলামীনের উপর আস্থা রেখে এক মাসের সিয়াম সাধনায় অশুভ, অকল্যাণকর ও ধর্মবিমুখ পথ,মত ও কর্মকাণ্ড পরিহারে ব্রতী হবেন। ধর্মীয় অনুরাগের সুরভিতে সরল, সহজ ও স্বাচ্ছন্দ্য ভরপুর প্রকৃত আলোকিত জীবন গঠনে দৃঢ় হবেন।
মোস্তফা আমীর ফয়সল একই সাথে বিরাজমান মহাশঙ্কা ও সংকটজনক পরিস্থিতি মুকাবিলায় সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্যবোধ, পারষ্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কথাও স্মরণ করিয়ে দেন ।
জাকের পার্টি চেয়ারম্যান রমযানুল মুবারকের পবিত্রতা সমুন্নত রাখতে সকলের আন্তরিক প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।
