মাত্র ১% ব্যাক্তিবর্গ ৯৯% সম্পদ ভোগ করে - টাঙ্গাইল জেলার সাথে ভিডিও কনফারেন্সে ড. সায়েম আমীর ফয়সল
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, সকলের অংশগ্রহনে টেকসই প্রবৃদ্ধি অর্জন হয়। অথচ শীর্ষস্থানীয় মাত্র ১% ব্যাক্তিবর্গ এই প্রবৃদ্ধির ৯৯% ভোগ করে। আর নিচের শ্রেণীর ৯৯% মানুষ বৃদ্ধির ১% ভোগ করে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। ব্যাপক কর্মসংস্থান ও যুবকদের বেকারত্বের হাত মুক্ত করতে হবে।
আজ শুক্রবার বিকালে টাংগাইল জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে এক ভিডিও কনফারেন্স মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
ড. সায়েম আমীর ফয়সল টাঙ্গাইলে দলীয় নেতা কর্মী ও সমর্থকদের স্বাবলম্বী করার লক্ষ্যে আরো কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দেন।
অবিচ্ছিন্ন প্রবৃদ্ধির অধরা লাভগুলি সকলের দ্বারা ভাগ করা হয়; যেখানে শীর্ষ 1% 99% উপভোগ করে এবং নীচে 99% 1% উপভোগ করছে।
