গাজীপুর জেলা ও মহানগরের সাথে ভিডিও কনফারেন্স: কর্মসংস্থান সৃষ্টিতে জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচি সফল করা ছাড়া বিকল্প নেই - ড. সায়েম আমীর ফয়সল
জাকের পার্টির নেতা কর্মীদের জন্য অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজকে বেকারত্বের হাত থেকে মুক্ত করার লক্ষ্যে জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচী সফল করা ছাড়া আর কোন বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার বিকালে সিপিএইচডি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ড. সায়েম আমীর ফয়সল বনানীতে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে জাকের পার্টির অর্থনৈতিক কর্মসূচির গুরুত্ব আলোকপাত করতে যেয়ে এ কথা উঠে আসে।
এ সময় অত্যন্ত খোলামেলা আলোচনায় গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
