Like To Share ZpNews24
শেখ রুবেল:
নরসিংদী জেলা জাকের পার্টি তালাবা ফ্রন্টের উদ্দোগে, কেন্দ্রিয় মিশন সভা অনুষ্টিত হয়
উপস্হিত ছিলেন, সম্মানিত মিশন প্রধান জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রিয় সাধারন সম্পাদক, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, হযরত মাওলানা হাফেজ কাউছার আহেম্মেদ চাঁদপুরী সাহেব
সহকারী মিশন প্রধান গং ও জাকের পার্টি তালাবা ফ্রন্টের জেলা ও উপজিলা নেতৃবিন্দ উপস্হিত ছিলেন।
মিশন সভায় সভাপতিত্ব করেন, জাকের পার্টি তালাবা ফ্রন্টের নরসিংদীর জেলার সম্মানিত সভাপতি, মাওলানা হাফেজ নূর হোসেন।
মিশন প্রধান পবিত্র আশুরা ও সাংগঠনিক গতিশীল, কারবালার ঘঠনা ও জাকের পার্টি নিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন এবং নরসিংদী জেলার মাদ্রাসার সকল শিক্ষার্থী তথা তরুন মাদ্রাসা ছাত্র সমাজ কে, সত্য ইসলামের মহীমা, দয়াল নবিজীর আদর্শ বাস্তবায়নে, কুরআন ও সুন্নাহ মোতাবেক সুন্দর জিবন গঠন করার লক্ষে,জাকের পার্টি তালাবা ফ্রন্টের পতাকা তলে দলে দলে যোগ দেওয়ার আহবান করেন।
অনুষ্ঠান শেষে দয়াল নবী রাসুলে পাক (সাঃ) শানে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তাবারক বিতারন করা হয়।
