Like To Share ZpNews24
আলম খান :
পবিত্র আশুরা শরীফ ও সাংগঠনিক গতিশীল এবং তৃনমূল পর্যায়ে জাকের পার্টিকে শক্তিশালী করার লক্ষে, বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী রহঃ ছাহেবের প্রতিষ্টিত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান ছাহেবের মহা হুকুম মাদারীপুর জেলায়, সকল উপজিলা, ইউনিয়ন ওয়ার্ডে বাস্তবায়নের লক্ষে, মাদারীপুর জেলা জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক নেতৃবৃন্দদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাকের পার্টির সাংগঠনিক গতিবৃদ্ধি, খেদমত বৃদ্ধি,
সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এসব বিষয়ের উপর নেতৃবিন্দ গন বিস্তারিত আলোচনা করেন।
পবিত্র আশুরা শরীফ, কারবালা ময়দানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা, রাসুলে পাক (সঃ) এর আদরের দুলাল ও দৌহিত্র শহীদ, মোনাফেক বেইমান, দুষ্ট লম্পট ইয়াজিদ বাহিনী কিভাবে, আহলে বায়াতের উপর অত্যাচার করেছিল, এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন জেলা সভাপতি, বিশিষ্ট রাজনিতিবীদ, জনাব মোঃ আসাদুজ্জামান আকন্দ সাহেব
এ সময় উক্ত আলেচনা সভায় নেতৃবিন্দ আহলে বায়াতের মহাব্বতে, চোখে পানি নিয়ে আল্লাহু আকবার তাকবীর দিতে থাকে
উক্ত বিশেষ সভায়, শিবচর উপজিলা জাকের পার্টির সম্মানীত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, জনাব শাহ্ নেয়াজ ( তোতা ) মিয়া সহ, সকল উপজিলা সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্নান্য নেতৃবিন্দ উপস্হিত ছিলেন এবং জাকের পার্টি চেয়ারম্যান ছাহেবের সকল হুকুম বাস্তবায়নে একাত্বতা প্রকাশ করেন
পরিশেষে মিলাদ ও কিয়াম, বিশ্ব ওলীর রওজা পাক জিয়ারত, সকল শান্তিকামী মানবতার জন্য দোয়া করা হয়, এবং তাবারক বিতরনের মাধ্যমে উক্ত বিশেষ সভা সমাপ্তি হয়।
