2020/08/26

সিপিএইচডি গ্রুপের পার্টনার ডিস্ট্রিবিউটর প্রোগ্রামের আওতায় ২ হাজার ৫ শ'রও অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ।

SHARE

  ড. খাজা সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী,
      সিনিয়র ভাইস চেয়ারম্যান, জাকের পার্টি,
ব্যবস্থাপনা পরিচালক, সিপিএইচডি গ্রুপ অব কোম্পানি। ।


সিপিএইচডি গ্রুপের পার্টনার ডিস্ট্রিবিউটর প্রোগ্রামের আওতায় ২ হাজার ৫ শ'রও অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ।


সম্পুর্ণ দেশীয় কাচামালে তৈরী সিপিএইচডি'র ওষুধ সামগ্রী দেশের ৬৪ টি জেলা, আওতাধী ৪৯৩ টি উপজেলায় পাওয়া যাচ্ছে। তবে ইউনিয়ন পর্য্যায়ে এ পর্যন্ত ৪,৫৫৪ টি ইউনিয়নের মধ্যে ৫৫% ইউনিয়নে সিপিএইচডি'র ওষুধ সামগ্রী বিপনন হচ্ছে। 


সে সাথে দেশের মহানগর অর্থ্যাৎ সিটি কর্পোরেশন এলাকার ২৫% ইতোমধ্যে সিপিএইচডি ওষুধ বিপননের আওতায় এসেছে।


আর গ্রাম ভিত্তিক হিসাবে দেশের মোট গ্রামের ১৪%, অর্থাৎ ৮৬,০০০ গ্রামের মধ্যে ১২,০০০ গ্রামে এই কার্যক্রম ছড়িয়ে পড়েছে। 


সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের উৎপাদিত ৫৭ টি ওষুধ সামগ্রীর মধ্যে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, আধা-তরল ও পাউডার জাতীয় সল্যুশন রয়েছে। এ সমস্ত ভেষজ ওষুধের প্রতিটিই  স্বাস্থ্য ও পরিবার-কল্যাণ মন্ত্রলায়ের অধীনস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডি জি-ডি এ) দ্বারা পরীক্ষিত, নিবন্ধিত ও অনুমোদিত।  


অধিকতর কর্মসস্থান সৃষ্টিতে সিপিএইচডি'র অব্যাহত এ প্রচেষ্টার ব্যাপারে সিপিএইচডি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক ড. সায়েম আমীর ফয়সল আশা প্রকাশ করেন, এই শুণ্য ঋণ সমবায় মডেলের (Zero Debt Cooperative Business Model) মাধ্যমে দেশে সর্বোচ্চ কর্মসংস্থান সৃষ্টির দিকে সফলতার সাথে এগিয়ে যাবে সিপিএইচডি গ্রুপ। তিনি বলেন, এ সফলতার মধ্য দিয়ে জাতির ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির আদর্শ মডেল যেন হতে পারি, সে লক্ষ্যে  দোয়া ও সহযোগীতা কামনা করি। 


আমাদের দলীয় নেতা কর্মীদের কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো। মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থণা, আমরা যেন তাদের স্বনির্ভর করতে পারি। আমরা সবাইকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে চাই।


SHARE

Author: verified_user