মহা পবিত্র আশুরা ২০২০ ইং উপলক্ষে জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় মিশন ভোলা জেলায় অনুষ্ঠিত হয়
জাকের পার্টির মাহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে সারা বাংলাদেশ ব্যাপী পবিত্র আশুরা শরীফের মিশনের ধারাবাহিকতায় জাকের পার্টি যুব- সেচ্ছাসেবক ফ্রন্ট ভোলা জেলা কর্তৃক আয়োজীত কেন্দ্রীয় মিশন হয়
মিশন প্রধান হিসাবে উপস্থিত ছিলেন যুব- সেচ্ছাসেবক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলার সভাপতি আহসানূল হক মমিন ভাই উক্ত মিশন খাজা পরিবারকে কদমবুসি জানিয়ে শুরু হয় এবং মিলাদ ও কিয়াম শেষে বিশেষ মুনাজাত আর তবারক বিতরনের মাধ্যমে সমাপ্ত হয়।
