2020/08/17

জাকের পার্টি ভাইস চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সলের আজ শুভ জন্মদিন।

SHARE


দেশের তরুন উদ্যোক্তা ও সুফি ইকোনমিক্স এর জনক ড.সায়েম আমীর ফয়সলের আজ শুভ জন্মদিন।


বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় লন্ডনের ইউসিএল (UCL) থেকে অর্থনীতিতে সর্বকনিষ্ঠ বয়সে পিএইচডি করা দেশের এই সময়ের আলোচিত তরুন উদ্যোক্তা,বিশিষ্ট অর্থনীতিবিদ,সিপিএইচডি গ্রুপ এর সিইও ড.সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের আজ শুভ জন্মদিন।


ড.সায়েম আমীর ফয়সল জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেব এর একমাত্র ছেলে।এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান। তিনি উপমহাদেশের বিখ্যাত সূফীসাধক আটরশির পীর সাহেবের নাতি।


ড.সায়েম আমীর ফয়সল লন্ডন থেকে ফিরে এসে দেশের বেকারত্ব ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এরই মধ্যে তিনি প্রায় ১০,০০০  বেকার ছাত্র ও যুবককে সিপিএইচডি গ্রুপের মাধ্যমে উদ্যোক্তা বানিয়ে  ব্যবসায়ী হিসেবে পরিনত করেছেন।দেশের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য উন্নত দেশগুলোর অর্থনীতির আলোকে সূফী ইকোনমিক্স নামে একটি বই বের করেছেন।যার যথাযথ প্রয়োগে দেশ আর্থিকভাবে  স্বচ্ছল হয়ে উঠবে।


দেশের এই তরুন আলোচিত উদ্যোক্তার শুভ জন্মদিনে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলীয় নেতাকর্মী ও তার শুভাকাঙ্ক্ষীদের জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ও ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

SHARE

Author: verified_user