2020/08/19

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাদারীপুর জেলায়

SHARE

 


জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে মাদারীপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। 


মাদারীপুর প্রতিনিধিঃ জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিপিএইচডি গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ড.সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদি সাহেব এর জন্মদিন উপলক্ষে ১৭/০৮২০২০ (সোমবার)  মাদারীপুর জেলা ডাসার ও কালকিনী উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর যৌথ উদ্যোগে গোপালপুর বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ ও  বিশেষ অতিথি ফরিদপুর সাংগঠনিক বিভাগ ছাত্রফ্রন্ট এর সহ-প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, মাদরীপুর জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সভাপতি ফায়েক মাতুব্বর সহ জেলা ছাত্রফ্রন্ট এর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ডাসার ও কালকিনী উপজেলা ছাত্রফ্রন্ট এর কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিল।


ডাসার উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর সভাপতি সাজিদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ, সহ-প্রচার সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,মাদারীপুর জেলা ছাত্রফ্রন্ট এর সভাপতি ফায়েক মাতুব্বর সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। 


এসময় বক্তারা ড. সায়েম আমীর ফয়সল এর ব্যক্তি জীবনে নানান  অর্জন,দেশের বেকারত্ব দূরীকরণে চিন্তা পরিকল্পনা,  জনকল্যাণ মূলক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনীতির নানা দিক তুলে ধরেন। 


এসময়ে প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগ এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ বলেন আজ এমন একজন নেতার জন্মদিন যিঁনি শুধু জাকের পার্টির নয়, বাংলাদেশের ১৬কোটি মানুষের গর্ব।বিশ্বের সর্ব কনিষ্ঠ বয়সে পি.এইচ.ডি.ডিগ্রি অর্জন করে  তিঁনি বিশ্বে বাংলাদেশের মানুষ  কে গর্বিত করেছেন।তিনি বাংলাদেশে বেকারত্ব দূরীকরণে সিপিএইচডি গ্রুপ অফ কোম্পানি প্রতিষ্ঠা সহ নানা রকম  উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে ৫০০০শিক্ষিত বেকারের কর্মস্থান সৃষ্টির পাশাপাশি কার্যক্রম অব্যহত রেখেছেন। তিঁনি গতণাগতিক রাজনৈতিক ধারার নেতাদের মত বিদেশে বসে বসে মানব কল্যানের কথা বলে সস্তা সিম্প্যাথি চান নাই। তিনি দেশের মানুষের  কল্যাণের জন্য কাজ করতে  দেশে ফিরে এসেছেন।


তিনিও আরোও বলেন জাকের পার্টি জনকল্যাণের রাজনীতি করে, জাকের পার্টি মানবতার রাজনীতি করে,জাকের পার্টি আদর্শের রাজনীতি করে। জাকের পার্টি রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন চায়। দেশ বাসীরও উচিত পরিবর্তনের শপথে অঙ্গিকার নিয়ে জাকের পার্টির সাথে একাত্মতা প্রকাশ করে জাকের পার্টির সুশীতল অদর্শিক রাজনৈতিক ধারায় যুক্ত  হওয়া।


কেননা রাজনীতি রাজার নীতির মতো। রাজনীতি স্বচ্ছ,পরিচ্ছন্ন মানুষের জন্য । রাজনীতি কোন চোরের জন্য নয়।আজ দেশের  রাজনীতি চোর বাটপারের পদচারণায় কলুশিত হয়েছে। রাজনীতির নামে অপরাজনীতির চর্চা চলছে।যার ফলে মেধাবিরা, ভালো মানুষেরা, সচ্ছ পবিত্র মানুষেরা দুর্গন্ধময় রাজনৈতিক ধারাকে ঘৃনা করে। তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে চায় না।


তিনি আরোও বলেন রাজনীতির ধারা পরিবর্তন দরকার।আজ গনতন্ত্রের নামে জুলুমতন্ত্র

চলছে। মানুষের বাকস্বাধীনতা কেরে নেয়া হয়েছে। বিশ্ব বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত হচ্ছে,আবরাব এর মতো মেধাবী ছাত্রদের হত্যা করা হয়।মেজর সিনহাদের প্রকাশ্য হত্যা হতে হয়।আজ স্বাধীন দেশে আমরা পরাধীন জীবনযাপন করছি।আমরা মুখ খুলে সত্য কথাও বলতে পারি না।


হাবিবুর রহমান আরোও বলেন আমার বাবা মুক্তিযোদ্ধা,আমার ফুপা শহিদ মুক্তিযোদ্ধা।তারা আজকের এই পরাধীনতার জন্য কি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন?আজ যদি ভাষা শহিদেরা, মুক্তিযোদ্ধারা জীবিত থাকতো তাহলে তারা এ জাতির অবস্থা দেখে আত্মহত্যা করতো।


আজ রাজনীতিতে চরম অবক্ষয় দেখা যাচ্ছে। চুরি আর লুটেদের সম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ  বঙ্গবন্ধুর নামকে কলুষিত করা হচ্ছে

আজ বঙ্গবন্ধুর কোটকে অবমাননা করা হচ্ছে। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নামকে কলুষিত করা হচ্ছে।

এই জন্য বঙ্গবন্ধু জীবন বাজি রেখে সংগ্রাম করেন নাই। এই জন্য তিনি দুঃখ কষ্ট কে বরণ করেন নাই। স্বাধীন রাষ্ট্রেও বঙ্গবন্ধুর মতো ক্ষণজন্মা মহান নেতাকেও স্ব পরিবারে হত্যা হতে হয়েছে।এটা জাতীর জন্য চরম লজ্জার। 


সরকারের উন্নয়নের প্রসংশা করতেই হবে। কারন ভালো কাজের প্রশংসা করাও ইমানি দায়িত্ব আবার খারাপ কাজের বিরোধীতা করাও ইমান। আমরা উন্নয়নও দেখেছি সেই সাথে উন্নয়নের নামে বালিশ চোর,পর্দা চোর, কলা চোর, তেল চোর, গরীবের চাল চোরকেও দেখেছি।এই রকম চলতে থাকলে বিশ্বের বুকে বাংলাদেশ চোর রাষ্ট্রের স্বীকৃতি পাবে।


তিনি দল, মত,নির্বিশেষে উপস্থিত সকলের প্রতি আহবান করে বলেন আপনারা পরিবর্তনে শপথ নিন। রাষ্ট্র আমাদের, রাষ্ট আপনাদের সকলের। তাই পরিবর্তনও আপনাদেরকেই করতে হবে। জাকের পার্টি পরিবর্তন চায়। জাকের পার্টি সুস্থ রাজনৈতিক ধারায় বিশ্বাসী। জাকের পার্টি রাজনৈতিক ধারায়  গুণগত মান পরিবর্তন করতে মাঠে আছে।এখন সময় হয়েছে সোচ্চার হওয়ার। সময় হয়েছে পরিবর্তনের। আপনারা জাকের পার্টির আদর্শে আদর্শবান হন। জাকের পার্টির পতাকা তলে একত্রিত হন।


এসময় হাবিবুর রহমান পলাশ এর বক্তব্য উজ্জীবিত উপস্থিত নেতা কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তার কথার সাথে একত্বতা প্রকাশ করেন।

SHARE

Author: verified_user