2020/08/12

আজ ১২ আগস্ট, জাকের পার্টি ছাত্রীফ্রন্টের গৌরবোজ্জ্বল ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

SHARE


জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী

জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল ছাত্রী ও নারী সমাজ এবং একই সাথে জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের সর্বস্তরের নেত্রী, কর্মী,সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্যা এবং জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ ফয়সল এক বানিতে বলেছেন, মানুষকে নৈতিক ও মানবিক গুনাবলীতে সজ্জিত হয়ে পরিবার-সংসার থেকে শুরু করে দেশ ও জাতীর কল্যানে কাজ করে যেতে হবে। মানবতা পুন:প্রতিষ্ঠায় ছাত্রী-বোনদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:) কেবলাজান ছাহেবের পবিত্র সানিধ্যে এসে জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের সকল সদস্যা প্রস্ফুটিত গোলাপের পাপড়ির মতো পবিত্র ও বিষুদ্ধতায় রুপ নিচ্ছে লক্ষ লক্ষ শান্তিকামী মা-বোনদের জীবন।।

বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:) কেবলাজান ছাহেবের পবিত্র নির্দেশে ১৯৯৭ইং সালের ১২ আগষ্ট জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের আত্মপ্রকাশ হয়। বর্তমানে যুব মহিলা ফ্রন্ট তার সাংগঠনিক কর্মকান্ড দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের আপামর ছাত্রী ও নারীর অধিকার, মর্যাদা ও স্বাতন্ত্র্য রক্ষার মহান প্রয়াসে দারুন সফলতার পরিচয় দিয়েছে জাকের পার্টি যুব মহিলা ফ্রন্ট। প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মুল্যবোধের আদর্শের আলোকে শুদ্ধতা, পবিত্রতা ও নীতি নৈতিকতায় নিজেদের সজ্জিত করা, সে সাথে শিক্ষা, জ্ঞান ও কর্মমুখর আবহে ভারসাম্যপূর্ণ জীবন পরিচালনা করার মতো মহামুল্যবান উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে অক্লান্ত কাজ করছে জাকের পার্টি যুব মহিলা ফ্রন্ট।

জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের মাধ্যমে ছাত্রী ও নারী সমাজ খুজে পাচ্ছে এক শান্তিময় বার্তা। শান্তিকামী ছাত্রী-বোনদের মাধ্যমে বিশ্বব্যাপী একটি সুখী-সমৃদ্ধশালী-সুশীল শান্তিপূর্ণ জগত পুন:প্রতিষ্ঠার মহা মিশনের অগ্রযাত্রায় জাকের পার্টি যুব মহিলা ফ্রন্ট অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

এ উপলক্ষে জাকের পার্টি যুব মহিলা ফ্রন্টের প্রত্যেক সদস্যাকে নিজ নিজ বাড়ীতে অবস্থান করে মিলাদ মাহফিল ও সার্বিক কল্যানে মোনাজাত পরিচালনা করার আহবান জানানো হয়েছে।

জাকের পার্টির সার্বিক অগ্রযাত্রায় যুব মহিলা ফ্রন্টের কর্মপ্রচেষ্টা সকলের জন্য অনুকরণীয় হোক।  সকলকে ২৩তম আনন্দঘন প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা।
SHARE

Author: verified_user