নরসিংদী জেলা, পলাশ উপজিলায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের কার্যালয় উদ্ভোধন
শেখ রুবেলঃ
পলাশ উপজেলায় জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের কার্যালয় উদ্ভোধন করা হয়, কুরআন তেলাওয়াত,মিলাদ মাহফিল, সালাতু সালাম, দোয়া, ও তাবারক বিতরনের মাধ্যমে, পলাশ উপজিলার জাকের পার্টির সম্মানীত সভাপতি, মোঃ সামসুল মৃধা সাহেবের সার্বিক তত্বাবধানে
উল্লেখ্য যে, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২১ ইং এর
পলাশ উপজেলা জাকের পার্টি ও ছাত্র ফ্রন্ট ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে, নজরানার বাঁশ কাটা শুরু হয় আজ সকাল ৭ টা থেকে
জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ব্যাপক উদ্দীপনা ও হাউস মহব্বতের সাথে নজরানার বাঁশ কাটেন
উপস্হিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির বিপ্লবী সাধারন সম্পাদক, মোঃ শফিকুল হক সবুজ, শিবপুর উপজিলা জাকের পার্টির সংগ্রামী সভাপতি, মোঃ আসাদুজ্জামান পাঠান, জেলা ছাত্র ফ্রন্টের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, মোঃ সাহাদত হোসেন, পলাশ উপজিলার অন্যতম নেতা, মোঃ জামাল হোসেন ও জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবিন্দ
