শেখ আনছার আলী এক লিখিত বিবৃতি দিয়ে বলেন,
জাকের পার্টি খুলনা মহানগর এর সভাপতি পদে আপনার মতো প্রবীন নেতৃত্ব নিয়োগ এবং এই প্রবীন নেতৃত্বের সংযোজন কে ঘিরে খুলনা মহানগর জাকের পার্টির অগ্রযাত্রাকে আরও গতিশীল ও বেগবান করবে ইনশাল্লাহ এবং সাংগঠনিক ভাবে আপনার বলিষ্ঠ নেতৃত্বগুণে পার্টির অগ্রযাত্রায় দূর্বার গতি আনবে বলে বিশ্বাস করি।
একই সাথে খুলনা মহানগর জাকের পার্টির সকল নেতাকর্মী কে আহ্বান জানিয়ে
শেখ আনছার আলী বলেন,সকলেই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় এর এই নিয়োগ কে স্বাগত জানিয়ে কে,এম,ইদ্রিস আলী বিল্টুর সাথে একাত্মতা জানিয়ে কাজ কাজ করার আহ্বান জানান।
সেই সাথে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী ছাহেবের এই যুগান্তকারী পদক্ষেপকে স্বাগত জানান শেখ আনছার আলী, সর্বশেষ তিনি কে,এম,ইদ্রিস আলী বিল্টুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
শেখ আনছার আলী
সভাপতি,জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগসভাপতি,জাকের পার্টি খুলনা জেলা
