2020/08/01

জাকের পার্টির শিবচর উপজেলার উদ্দ্যেগে পবিত্র ঈদুল আযহা জামাত অনুষ্ঠিত হয়

SHARE

 জাকের পার্টির শিবচর উপজেলার উদ্দ্যেগে পবিত্র ঈদুল আযহা জামাত অনুষ্ঠিত হয়। 
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র হুকুমে সারাদেশব্যপী প্রতিটি জেলা উপজেলা মহানগরে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হচ্ছে,তারি ধারাবাহিকতায়, মাদারীপুর জেলা শিবচর উপজেলা জাকের পার্টি কার্যালয় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।
সারাদেশে একযোগে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্টিত হয়।
নামাজ শেষ বিশ্বওলী খাজাবাবা ফরিদপুর( কূঃছেঃআঃ)ছাহেবের পবিত্র রওজা মুবারক যিয়ারত ও দেশবাসী ও বিশ্ব বাসীর,শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
বিশেষ করে করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতি উন্নতির জন্য দোয়া করা হয়।
SHARE

Author: verified_user