জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগ এর সভাপতি শেখ আনসার আলী খুলনাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা
জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগ এর সভাপতি শেখ আনসার আলী খুলনাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
এ উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বাণীতে
শেখ আনসার আলী বলেন,
সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
ঈদ উল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। আল্লাহর সন্তুষ্টির জন্যই সামর্থবান সবাইকে পশু কুরবানী দিতে হয়৷
করোনা ভাইরাসের তান্ডবের মধ্যেই বন্যার প্রকোপে দিশেহারা প্রায় ৩১টি জেলার মানুষ।
এ ভয়াবহ দুর্যোগের প্রেক্ষাপটে এ বছরের
ঈদ-উল-আযহা বিশেষ গুরুত্বপূর্ণ।
এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে আহ্বান জানাই৷
একই সাথে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সাথে পশু ক্রয় ও কুরবানীর কার্য সম্পাদন করার আহ্বান জানাচ্ছি৷
পবিত্র এ লগ্নে মূল আদর্শ স্রোতে সকলকে ফিরে আসার দৃপ্ত শপথে উজ্জীবিত হতে হবে।
তিঁনি আশা প্রকাশ করেন, সকল অসত্য, অসুন্দর ও অকল্যাণের কুরবাণী হবে ঈদুল আযহার পবিত্র লগ্নে। একই সাথে ঈদুল আযহায় নিহিত শিক্ষা ও তাৎপর্য যথাযথ অনুধাবন করে মুসলিম উম্মাহ সার্বিক ভাবে এগিয়ে যাবে। সম্পৃক্ত হবে আলোর মিছিলে। সত্য ও সুন্দরের জয়গানে মুখরিত হবে বিশ্ব মানবতা।
ঈদ মোবারক
শেখ আনসার আলী
সভাপতি
জাকের পার্টি খুলনা সাংগঠনিক বিভাগ
