2020/06/26

আলোকোজ্জ্বল গৌরবান্বিত ২৪টি বছর

SHARE


zaber bin mahmud :

আলোকোজ্জ্বল গৌরবান্বিত ২৪টি বছর

বায়ান্নর ভাষা আন্দোলন, উনসত্তরের গনঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, একানব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন  প্রতিটি জাতীয় সংকটে ছাত্রদের ভূমিকা ছিলো অপরিসীম। কিন্তু, অপরাজনীতি চর্চাকারী, কথিত গনতন্ত্রধারীরা' শিক্ষিত-যৌবনোদ্দীপ্ত ছাত্র সমাজকে নিজেদের ঘৃণিত উদ্দেশ্য বাস্তবায়নে অপব্যবহার করতে শুরু করলো। ফলে তাদের হাতে কলমের পরিবর্তে শুভা পেল অস্ত্র। যেই ছাত্রসমাজ জাতীয় সংকটে নিজেদের প্রাণকে উৎসর্গ করতো, সেই ছাত্র সমাজই জাতির বিভিন্ন সংকট তৈরিতে তুরুপের তাশের মতো ব্যবহৃত হতে থাকলো। ধীরে ধীরে ছাত্রসমাজ নিজেরাই সংকটে পরিণত হতে থাকলো।
আর এই সমস্যার ভয়াবহতা উপলব্ধি করে এবং এরথেকে জাতিকে  উত্তরণের জন্য জাকের পার্টির মহামহিম প্রতিষ্ঠাতা "হযরত মাওলানা শাহসুফি হাসমতুল্লাহ (কুঃছেঃআঃ) ছাহেব" ১৯৯৬ সালের ২৭ জুন, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে  #জাকের_পার্টি_ছাত্রফ্রন্ট এর ঘোষণা করেন।
যার মূলতন্ত্র 'ইসলাম'  'ঈমান'  'এহসান'। সৃষ্টির পর হতে এখন পর্যন্ত তথাকথিত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের অপরাজনীতি চর্চার বিপরীতে ভিন্ন ও আলোকিত কর্মকান্ডে সংগঠনটি নিজেদেরকে সমৃদ্ধশালী করেছে। সংগঠনটি দীর্ঘ চব্বিশ বছরের পথ চলায় অনাগত সকল নোংরা ও অপচর্চা থেকে নিজেদের হেফাজতের মধ্যদিয়ে প্রত্যেকটি জেলা ও মহানগরের অন্তর্গত থানা, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ে সুবিন্যস্ত-সুদৃঢ়-শক্তিশালী কাঠানো বিস্তার করতে সক্ষম হয়েছে।
আজ সংগঠনটিতে সুশিক্ষায় শিক্ষিত, ত্যাগী, বিনয়ী, আর্শবান, মনুষ্যত্ব-মূল্যবোধে উজ্জীবিত এক ঝাঁক যৌবনাশক্তি দেশের প্রতিটি অঞ্চলে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত- জাতীয় যেকোন সংকট নিরাশনে।
বর্তমানে সংগঠনটির সভাপতির দ্বায়িত্বে আছেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান- #ডক্টর_সায়েম_আমির_ফয়সল_মোজাদ্দেদী। যিঁনি  বিশ্বের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে সারা বিশ্বের সর্বকনিষ্ঠ হিসেবে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিঁনি, শিক্ষিত-উচ্চশিক্ষিত-যুবক বেকারদের কর্মসংস্থানের জন্য সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছে। যার ফলস্বরূপ, গত ছয়মাসে প্রায় পাঁচহাজার যুবকের কর্মসংস্থান সৃষ্টির মতো অকল্পনীয় সাফল্য অর্জন করেছেন।
সংগঠনটির সভাপতি, ড.সায়েম আমির ফয়সালের সময়োপযোগী সীদ্ধান্ত ও দিক নির্দেশনায়- মৌলবাদ, হিংসা, হানাহানি, ধ্বংসের বিপরীতে সংগঠনটি সৃষ্টিশীল কর্মকান্ডে শুধু নিজেদেরই সমৃদ্ধশালী করছে না, বরং জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামনের দিনগুলোতে ব্যাপক কর্মসূচির মধ্যেদিয়ে জাতির ছাত্রসমাজকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে এনে ঐক্যবদ্ধভাবে  সৃষ্টিশীল কর্মের দিকে ধাবিত করে, জাতিকে সমৃদ্ধশালী করবে।
পরিশেষে, আদর্শকেন্দ্রীক এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার আহ্বান রেখে শেষ করছি।
জাকের পার্টি- জিন্দাবাদ
জাকের পার্টি ছাত্রফ্রন্ট- জিন্দাবাদ Like To Share ZpNews24
SHARE

Author: verified_user