2020/06/26

জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৪ তম জন্মদিন উপলক্ষে ছাত্রনেতা শুভ’র শুভেচ্ছা বার্তা

SHARE

শুভ জন্মদিন প্রানের সংগঠন।
আগামীকাল ২৭ শে জুন।জাকের পার্টির সবচেয়ে শক্তিশালী সহযোগি সংগঠন জাকের পার্টি ছাত্রফ্রন্টের আজ ২৭ তম জন্মদিন।১৯৯৬ সালের ২৭ শে জুন দেশের তৎকালীন শ্রেষ্ঠ বুজুর্গ শাহসূফী খাজাবাবা ফরিদপুরী আটরশি হুজুর ছাত্রদের সংঘবদ্ধ করার লক্ষে ছাত্র সংগঠনের প্রকাশ করেন।
৮০ থেকে ৯০ দশকে যখন দেশের একদল নামধারী রাজনৈতিক নেতারা নিজের স্বার্থ হাসিল করার জন্য হাতে কলমের বদলে অস্ত্র তুলে দিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো ঠিক তখনই জাকের পার্টি ছাত্রফ্রন্ট গঠন করা হয়।
দেশের ছাত্রসমাজকে একটি ছাতার তলে আবদ্ধ রেখে একটি সুশিক্ষিত রাষ্ট্র গঠন করার লক্ষে  একটি  আদর্শিক ছাত্রসমাজ উপহার দেয়ার নিমিত্তে ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন।
জাগতিক জ্ঞানের পাশাপাশি আদ্ধাতিক জ্ঞান অর্জন ও আর্ত মানবতার সেবা করাই জাকের পার্টির লক্ষ।

খুন,গুম,রাহাজানি,চাঁদাবাজি,সন্ত্রাসের বিপরীতে প্রেম,প্রীতি,ভালবাসার বন্ধনে আবদ্ধ করে দেশের ছাত্রসমাজকে একটি আদর্শিক মানুষ হিসেবে গড়ে তোলাই ছাত্রফ্রন্টের মূল উদ্দেশ্য।

আজ প্রানপ্রিয় সংগঠন জাকের পার্টি ছাত্রফ্রন্টের শুভ জন্মদিন উপলক্ষে দেশবাসী ও সকল নেতাকর্মীদের জানাই প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে :এস এম শুভ হাসান
সদস্য, ঢাকা মহানগর দক্ষিন।
সাধারন সম্পাদক,কদমতলী থানা, জাকের পার্টি ছাত্রফ্রন্ট।
SHARE

Author: verified_user