2020/06/26

বাংলাদেশের ছাত্র রাজনীতি ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট

SHARE
ZP NEWS 24


asadujaman pritom :

বাংলাদেশের ছাত্র রাজনীতি ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট।

দক্ষিণ এশিয়ার প্রায় প্রতিটি দেশের রাজনৈতিক ভারসাম্য নির্ভর করে অনেকাংশে প্রতিটি দেশের ছাত্র রাজনীতির উপর। বাংলাদেশের মহান স্বাধীনতার সংগ্রামের পরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক বিষয়ে উপর নির্ভর করে অনেক ছাত্র সংগঠন এর চড়াই উৎরাই হয়েছে। তবে প্রায় প্রতিটি ছাত্র সংগঠনই নিদিষ্ট কিছু আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পরিতাপের বিষয় একটি সময় পরে তাদের আদর্শ হতে তারা অনেকেই বিমুখ হয়ে অপরাজনীতির দিকে ঝুকে পরে। এর অন্যতম কারন ছাত্র সংগঠন সমূহের পথপ্রদর্শকগণ ব্যক্তি ও দলীয় বিষয়কে দেশ ও জনগণের চেয়ে বেশি প্রাধান্য দেওয়া ও লক্ষহীন পথে অগ্রসর করা। যার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাই অধিকাংশ ছাত্র সংগঠন এর নেতৃস্থানীয় নেতারা প্রকাশ্যে অপরাধ করেন এবং দেশের মেধাবী  তরুণ সমাজ আজ প্রায় রাজনীতি বিমুখী হয়ে পরেছে যা একটি গণতান্ত্রিক দেশের জন্য অতন্ত্য দুঃসংবাদ এবং অদূরভবিষ্যতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যহত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

ইসলামের পবিত্র সৌন্দর্য ও মহান স্বাধীনতা সংগ্রামে অর্জিত বাংলাদেশের সংস্কৃতির উপর ভিত্তি করে প্রায় ২৪ বছর পূর্বে গতানুগতিক ছাত্র রাজনীতির বিপরীতে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুর পাক জাকের পার্টি ছাত্রফ্রন্ট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর হতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক বিষয়ে নিজ আদর্শ বুকে ধারন করে রাজপথে অবস্থান করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধাপরাধী বিচার আদায়ে আন্দোলন, সিরিজ বোমা হামলার বিরুদ্ধে গণঅবস্থান, ২০০৫ সালে অগণতান্ত্রিক শাসক এর সাজানো তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন এর বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ, সাধারণ ছাত্রের বিভিন্ন দাবীসমূহকে মূল্যায়নসহ দেশের দুর্যোগকালীন সময় আত্মনিয়োগ করে আসছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট। হরতাল বা রক্তাক্ত রাজনীতির বিপরীতে কৌশলের শান্তিপূর্ণ কর্মসূচিকেই সবসময় প্রাধান্য দিয়েই আজ প্রায় ২৪ বছর কাজ করে যাচ্ছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট এবং ক্ষমতার বাহিরে থেকেও দেশের অর্থনৈতিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে জাকের পার্টি ছাত্রফ্রন্ট এর কেন্দ্রীয় পরিষদ এর সম্মানিত সভাপতি পৃথিবীর সর্বকনিষ্ঠ অর্থনীতির উপর পিএইচডি অর্জনকারী মানবতার মহান নেতা ড. সায়েম আমীর ফয়সল সীমাহীন কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের তরুনরা তাদের মেধা দিয়ে যেনো নিজ দেশেই তাদের অর্থনৈতিক সফলতা করতে সক্ষম হয় এবং বাংলাদেশ বিশ্বের দরবারে একটি গঠনমূলক শক্তিশালী অর্থনৈতিক কাঠামো তুলে ধরতে পারে সেই প্রয়াসে কাজ করে যাচ্ছে তিনার নেতৃত্ব জাকের পার্টি ছাত্রফ্রন্ট।

আমরা বিশ্বাস করি সরকার যেই হোক নাকে বিরোধী দলরা যদি শুধু মাত্র বিরোধী দল বলে সবসময় বিরোধীতা মূলক মন্তব্য বা কর্মসূচি না করে পারস্পরিক সমন্বয়, আলোচনা ও কাজের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারব ইনশাআল্লাহ।
SHARE

Author: verified_user