2020/06/26

২৭ জুন জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২ যুগপূর্তি ২৪ বছর পূর্ণ হলো

SHARE

২৭ জুন জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২ যুগপূর্তি ২৪ বছর পূর্ণ হলো  ।

মোঃফয়ছল আহমদ মহসিন :

অস্র ধরিনি  কলম ধরেছি লক্ষ রেখেছি ঠিক
বিশ্বওলীর_আদর্শিত_কর্মী_মোরা_ফয়সাল_সৈনিক।
মহান আল্লাহুপাকের রহমতের দরবারে ফরিয়াদ করি,এই মহামারি করোনা ভাইরাস থেকে যেন দেশজাতি রক্ষা করেন।
২৭জুন জাকেরপাটি ছাত্রন্টের ঐতিহ্যসংগ্রাম ও গৌরবোজ্জ্বল ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
জাকেরপার্টি ছাত্রফ্রন্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকেরপার্টি ছাত্রফ্রন্টে পক্ষথেকে দেশবাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন  জাকের পার্টি ছাত্রফ্রন্টের জন্মদিন।
২৭ ই জুন খুশির দিন - ছাত্রফ্রন্টের জন্মদিন।

১৯৯৬ সালে দয়াল পীর বিশ্বওলী
খাজাফরিদপুরী
(কুঃছেঃআঃ)ছাহেবের  ইশারায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ ও সঠিক পথের সন্ধান দেয়ার জন্য জাকের পার্টি ছাত্রফ্রন্ট প্রতিষ্ঠা হয়।

২৭ জুন জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পীর কেবলাজানের কাছে আবেদন চিরজীবন যেন এই সত্যের নিশান আকরে ধরে থাকতে পারি আমিন
প্রচারে জাকেরপার্টি ছাত্রফ্রন্ট সিলেট বিভাগ,  কোথায়
SHARE

Author: verified_user