2020/06/26

আজ নরসিংদী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে ”সিপিএইচডি আয়ুর্বেদিক ফার্মেসি ” শুভ উদ্ধোবধন করা হয়

SHARE

loknat dutta chowdhury :

মহান মালিকের দয়ায়
আজ নরসিংদী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নে ”সিপিএইচডি আয়ুর্বেদিক ফার্মেসি ”
শুভ উদ্ধোবধন করা হয়।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
রাজীব হোসেন রাতুল শিবপুর উপজেলা জাকের পার্টির সাবেক সংসদ পদপ্রার্থী, নরসিংদী জেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি  ও হেড অফ  সেলস সিপিএইচডি আয়ুর্বেদিক লি: শিবপুর উপজেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :
লোকনাথ দত্ত চৌধুরী হেড অফ সেলস, সিপিএইচডি আয়ুর্বেদিক লি: নরসিংদী সদর উপজেলা ও
সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি ছাত্র ফ্রন্ট নরসিংদী জেলা।

আর উপস্থিত ছিলেন : সাংবাদিক আলম খান,
সাধারণ সম্পাদক, জাকের পার্টি যুবফ্রন্ট নরসিংদী জেলা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিপিএইচডি আয়ুর্বেদিক লি: এর ডিস্ট্রিবিউটরা। Like To Share ZpNews24
SHARE

Author: verified_user