Like To Share ZpNews24
Mhd tipu :
পৃথিবীর সকল কার্যসম্পাদনের প্রথম হাতিয়ার হলো শ্রম ৷
এ শ্রম হলো দিন মজুরের, 'শ্রমিকের; পেশাজীবীর এবং সকল মানুষের প্রচেষ্টা ৷
কার্যসম্পাদনের উদ্দেশ্যে সকল মানুষের প্রচেষ্টাই হলো শ্রম ৷
তাই শ্রমের মূল্য ও মর্যাদা অবশ্যই স্বীকার করতে হয় ৷
মানুষের সুন্দর ব্যক্তিজীবন, সমাজজীবন ধর্মিয়জীবন ও রাষ্ট্রীয় জীবন গঠনের জন্য বিভিন্ন কাজকর্ম ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হয় ৷
এসব প্রচেষ্টাই হলো শ্রম ৷
শুধু উন্নয়ন নয়, বরং মানবজীবনের অস্তিত্ব রক্ষার জন্য শ্রম বিনিয়োগ অপরিহার্য ৷
রিক্সাওয়ালার রিক্সা চালানো, ড্রাইভারের গাড়ি চালানো, পাইলটের উড়োজাহাজ চালানো,শিক্ষকের পড়ানো,লেখকের লেখনী প্রয়াস, শ্রমিকের কারখানায় কাজ, কৃষকের কৃষিকাজ,চাকরিজীবীর অফিসিয়াল কাজ,এগুলো সবই শ্রম ৷
সমাজে এসব শ্রমের কোনটিরই গুরুত্ব কম নয়৷
মেথর পয়ঃনিষ্কাশন না করলে,ঝাড়ুদার ঝাড়ু না দিলে, নাপিত চুল না কাটলে শুদু শিক্ষিত চাকরিজীবীদের দ্বারা সমাজ চলবে না ৷
জেলে যদি মাছ না ধরে,কসাই যদি মাংস বিক্রি না করে,দোকানদার যদি তরকারি বিক্রি না করে তাহলে মানুষ চলবে কি করে ৷
কৃষকের কৃষিকাজ ছাড়া কারও পেটের অহার জুটবে না ৷
আবার সভ্যতার বিকাশে চাকরিজীবী,বুদ্ধিজীবী,বিজ্ঞানী ও গবেষকদের অবদানও কম নয় ৷
সুতারাং সকল পেশাজীবীর সকল শ্রমই সমাজের কল্যাণের জন্য জরুরি ৷
এ কারণে সকল ধরনের পেশা ও শ্রমের প্রতি সম্মান ও শ্রদ্ধাপোষণই হলো শ্রমের মর্যাদা ৷
সমাজকর্মে সব ধরনের শ্রম ও পেশার প্রতি সমগুরুত্ব প্রদান করতে হবে;কোন শ্রমকেই অবজ্ঞার দৃষ্টিতে দেখা যাবে না,না, না ৷
শ্রমের মর্যাদা ব্যতীত ব্যক্তির ও সমাজের মঙ্গল সম্ভব হয় না ৷
যে জাতি শ্রমের প্রতি যত শ্রদ্ধাশীল সে জাতি তত উন্নত ৷
শ্রমের যথার্থ মূল্যায়ন মানবিক মূল্যবোধের উৎকর্ষ সাধনের সহায়ক ৷
এ কারণে সমাজকর্মে 'শ্রমের মর্যাদা' একটিগুরুত্বপূর্ণ নীতিমালা ও মূল্যবোধ হিসেবে স্বীকৃত৷
