শুভেচ্ছা বার্তা
জাকের পার্টি ছাত্রফ্রন্ট জাকের পার্টির শিক্ষায় প্রাতিষ্ঠানিক সহযোগি সংগঠন হিসেবে পরিচিত।মোঃ আল-আমীন হোসেন
সভাপতিঃ জাকের পার্টি ছাত্রফ্রন্ট, চরভদ্রাসন উপজেলা
আমার প্রিয় সংগঠন হচ্ছে জাকের পার্টি ছাত্রফ্রন্ট।
জাকের পার্টি ছাত্রফ্রন্ট জাকের পার্টির শিক্ষায় প্রাতিষ্ঠানিক সহযোগি সংগঠন হিসেবে পরিচিত। আর ঐতিহ্যবাহী এই ছাত্রফ্রন্ট সংগঠনটির জন্ম জাকের পার্টির প্রতিষ্ঠার ৭ বছর পরে ।
ইসলাম ঈমান এহ্সান ও চাঁদ তারা তার মাঝে গোলাপফুল পতাকাবাহী সংগঠন, পীরকেবলাজানের হাতে গড়া এই জাকের পার্টি ছাত্রফ্রন্ট, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা জাকের পার্টি ছাত্রফ্রন্ট। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে জাকের পার্টি ছাত্রফ্রন্ট পদার্পণ করলো পথচলার ২৪ বছরে।জাকের পার্টি ছাত্রফ্রন্ট কাজী নজরুলের কবিতার মতোই ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী; আর হাতে রণ তূর্য।’জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রতিটি নেতা কর্মি গরিব দুঃখী মেহনতী মানুষের পাশাপাশি থেকে দুস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, রক্তদান,বৃক্ষরোপণ এসব কর্মসূচি জাকের পার্টি ছাত্রফ্রন্টের দীর্ঘদিনের চর্চা। আর আমরা মানুষ যদি না বদলায় তাহলে সোনার বাংলা ও সোনার বাংলা হবে না, যদি বাংলাদেশের ছেলে আপনারা সোনার বাংলার সোনার মানুষ পয়দা করতে না পারেন।’ তাই তো জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রতিটি নেতাকর্মীর ব্রত সোনার মানুষ হওয়ার। জাকের পার্টি ছাত্রফ্রন্টের তার সোনালি অতীতের মতো সমৃদ্ধও সুন্দর ভবিষ্যৎ গড়বে। আর সে জন্যই ড.সায়েম আমীর ফয়সলের নেতৃত্বে নতুন এক অধ্যায়ে বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রতিটি নেতাকর্মী তাদের মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ অবদান রাখছেন।
শুভ জন্মদিন প্রিয় সংগঠন
