2020/06/24

পরিবর্তনের রাজনীতি চায় জাকের পার্টি

SHARE

মহামান্য চেয়ারম্যান, জাকের পার্টি
মহামান্য চেয়ারম্যান,বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন

 পরিবর্তনের রাজনীতি চায় জাকের পার্টি

এখন পরিবর্তনের আওবান এসেছে, পরিবর্তনের রাজনীতি চায় জাকের পার্টি, জাকের পার্টি রাজনীতিতে পবিত্রতা আনতে চায়, জাকের পার্টি রাজনীতিতে ত্যাগ আনতে চায়, জাকের পার্টি রাজনীতিতে প্রেম আনতে চায়, জাকের পার্টি রাজনীতিতে ভদ্রতা আনতে চায়, জাকের পার্টি রাজনীতিতে সবাইকে নিয়ে একতাবদ্ধ করতে চায়, জাতিকে একত্রিত করতে চায়, একটি পরিবারের মত করে জাতিকে পালতে চায়
 জাকের পার্টি তাদেরকে নিয়ে দেশ পরিচালনা করার নীতিতে বিশ্বাসী যারা পিতা-মাতার ভালোবাসা নিয়ে সোহাগ নিয়ে জাতিকে ভালোবাসবেন, জাতির দায়িত্ব নিবেন এবং জাতিকে একটি পরিবারের মত করে নিজের হৃদয়কে উজাড় করে দিয়ে জাতিকে রক্ষা করবেন। দেশবাসীর মুখে আহার তুলে দিবেন,তাদের পড়নের কাপড়ের ব্যবস্থা করবেন, তাদের ঔষধের ব্যবস্থা করবেন, তাদের ঘরবাড়ির ব্যাবস্থা করবেন, তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করবেন, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করবেন, তাদের শান্তির জন্য যাই করার তাই করবেন, তাদের ব্যবসার ব্যবস্থা করবেন, তাদের চাকরির ব্যবস্থা করবেন, একজন পিতা-মাতা তাদের সন্তানের জন্য যা করে থাকেন,  একজন রাষ্ট্রের অভিভাবক বা অভিভাবক মণ্ডলী তার জাতির জন্য তাই করবেন। এটাই জাকের পার্টির নীতি এবং আদর্শ।
SHARE

Author: verified_user