নেত্রকোনা জেলা জাকের পার্টির নবনিযুক্ত সভাপতি, জনাব মো: আলফাজ উদ্দিন দুলাল নির্বাচিত
শেখ রুবেল:
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের অতি আস্থাভাজন (নবনিযুক্ত)জাকের পার্টি নেত্রকোনা জেলার সন্মানিত সভাপতি,জনাব মোঃ আলফাজ উদ্দিন দুলাল সাহেবের নেতৃত্বে, নেত্রকোনা জেলা জাকের পার্টিকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও জাকের পার্টি নেত্রকোনা জেলার অর্ন্তগত সকল উপজিলা কমিটি পূর্নগঠন ও শক্তিশালী করার লক্ষে, নেত্রকোনা সদর উপজিলায়, জাকের পার্টি নেতা কর্মীদের নিয়ে প্রাথমিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়
অনুষ্টিত সভায় সকল নেতা কর্মি, নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা জানান এবং দক্ষ নেতা পেয়ে সভাই আনন্দিত পাশাপাশি জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের যে কোন হুকুম পালনে গভীর আগ্রহের সাথে সাংগঠনিক ভাবে কাজ করার একত্বতা পোষন করেন।
