2020/08/15

সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ ঠাকুরগাঁও জেলা শাখা কার্যালয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

SHARE


 সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ ঠাকুরগাঁও জোন এর আয়োজনে জেলা শাখা কার্যালয়ে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার প্রথমে ঠাকুরগাঁও জোন এর আওতাধীন  ঠাকুরগাঁও সদর জোন এর ডিপোর স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ জাহিদ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোও হয়। এরপর উপস্থিত সকল ডিলারগণ হতে অন্য উপজেলা জোন এর ডিপোর স্বত্বাধিকারীর প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলায় সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ এর পণ্য ব্যপক বিস্তৃত করার লক্ষ্যে মাঠপর্যায়ে ১০০ দোকান ও ফ্রী মেডিকেল ক্যাম্পেইন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


এসময় সভায় উপস্থিত ছিলেন সিপিএইচডি আয়ুর্বেদিক লিঃ ঠাকুরগাঁও জোন এর ডিস্ট্রিক্ট হেড অফ সেলস আসাদুজ্জামান প্রিতম ও পঞ্চগড় ডিস্ট্রিক্ট হেড অফ সেলস জনাব আল-মামুন সহ ঠাকুরগাঁও জেলার আওতাধীন সকল উপজেলা জোন এর হেড অফ সেলস ও ডিলারগণ।

SHARE

Author: verified_user