2020/07/30

ফরিদপুরে বানভাসী মানুষের মাঝে সিপিএইচডির কর্মকর্তা আজাদের ঈদ উপহার বিতরণ

SHARE
Like To Share ZpNews24

ফরিদপুরে বানভাসি মানুষের মাঝে সিপিএইচডি এর  ঈদ উপহার বিতরণ।

ফরিদপুর প্রতিনিধিঃসিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড ফরিদপুর সদর শাখার হেড অফ সেলস্ মোঃ আবুল কালাম আজাদ এর উদ্যোগে  ফরিদপুরে বানভাসি কিছু পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাউল,ডাউল, সেমাই, চিনি ও গুঁড়া দুধ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড ফরিদপুর সদর শাখার হেড অফ সেলস মোঃ আবুল কালাম আজাদ ও গেরদা ইউনিয়ন ডিস্টিবিউটর মোঃ আলী আকবার শেখ ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়ন সাদিপুর, কাদিরের বাজার এলাকায় বানভাসি কিছু মানুষের বাড়ী গিয়ে এসব খাদ্র দ্রব্য পৌছে দিয়ে আসেন।

এ সময় স্থানীয় শেখ হাবিবুর রহমান বলেন, করোনা মহামারীতে লকডাউনের সময়ের  দূর্ভোগে সিপিএইচডি কে আমরা পাশে পেয়েছিলাম এবং এই বন্যার সময়েও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে।

 সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেড ফরিদপুর সদর শাখার হেড অফ সেলস মোঃ আবুল কালাম আজাদ বলেন ফরিদপুর সদরে ভাজন ডাঙ্গা, সাদিপুর, কাদিরের বাজার সহ আশেপাশে বেশ কিছু এলাকায়  বন্যায় মানুষ  দূর্বিসহ জীবনযাপন করছে। অসহায় কিছু মানুষের  ঈদের দিনের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে।ইনশাআল্লাহ মানুষের সেবায় আমরা সর্বদা কাজ করে যাব।
SHARE

Author: verified_user