কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ মোতাবেক, সামাজিক দূরত্ব বজায় রেখে, ঈদুল আযহার কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ১৫/৭/২০২০ইং কুমিল্লা দক্ষিণ জেলার সকল উপজেলার সভাপতি ও জেলা নেতৃবৃন্দের এক যৌথ সভা জেলা সভাপতির বাসভবনস্হ “ল”চেম্বার এ অনুষ্ঠিত হয় । সবার প্রারম্ভে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী(কুঃছেঃআঃ)সাহেব ও খাজা পরিবারের সদস্য সদস্যাগনের কদমবুসি আরজ অন্তে সভার কাজ আরম্ভ করা হয়। সভায় সকল উপজেলার সভাপতি ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন । দীর্ঘদিন পর নেতৃবৃন্দ একত্রিত হতে পেরে আবেগ-আপ্লুত ভাবে সকলে বক্তব্য পেশ করেন । সকল নেতৃবৃন্দ মহামান্য চেয়ারম্যান মহোদয় এর নির্দেশিত সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য জীবনবাজি রাখার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন । আগামী ২০ শে জুলাই ২০২০ইং হইতে উপজেলাভিত্তিক ঈদুল আযহার মিশন কর্মসূচি আরম্ভ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় খাজাবাবার রওজা শরীফ জেয়ারত করা হয় এবং তবারক বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার।
