2020/07/16

আসন্ন প‌বিত্র ঈদ-উল আযহা উপল‌ক্ষে মিশন ও আ‌লোচনা সভা জাকের পার্টি পটুয়াখালী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত

SHARE

আসন্ন প‌বিত্র ঈদ-উল আযহা ও সাপ্তা‌হিক খেদমত উপল‌ক্ষে ব‌রিশাল বিভাগীয় মিশন ও আ‌লোচনা সভা ।
আজ সকাল ১০ ঘ‌টিকার সময় জাকের পার্টি পটুয়াখালী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেনঃ
জাকের পার্টি পটুয়াখালী জেলার সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব আঃ বারেক হাওলাদার।
মিশন প্রধান হিসেবে উপস্থিত ছি‌লেনঃ-জাকের পার্টি বরিশাল বিভাগের সম্মানিত সভাপতি জনাব মোঃ ফারুক আহমেদ।
মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি বরিশাল বিভাগের যুগ্ন-সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান।
‌সেই সময় আ‌রো উপ‌স্থিত ছিলেন জা‌কের পা‌র্টি ছাত্র ফ্র‌ন্টের ব‌রিশাল বিভা‌গের সন্মা‌নিত সভাপ‌তি মোঃ ম‌নিরুজ্জামান ম‌নির।
আ‌রো উপ‌স্থিত ছি‌লেনঃ- পটুয়াখালী জেলা জা‌কের পা‌র্টি ছাত্র ফ্র‌ন্টের সন্মা‌নিত সভাপ‌তি মোঃ রাহাত হাওলাদর।
আ‌মি সাংঠনিক সম্পাদকসহ ছাত্র ফ্র‌ন্টের বেশ কিছু নেতৃবৃন্দ।
SHARE

Author: verified_user