2020/06/27

আজ জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৪ তম গৌরব ময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে দূস্তদের মাঝে খাবার সামগ্রী বিতরন,

SHARE

আজ জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৪ তম গৌরব ময় প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে   নওগাঁ জেলা    জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে  জেলার বিভিন্ন উপজেলায় ন্যায় সাপাহার উপজেলায়  মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় তার পর  কেক কাটা, দূস্তদের মাঝে খাবার সামগ্রী বিতরন,  করোনা সচেতননা সহ সাধারন মানুষের মাঝে মাক্স বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন  জাকের পার্টি ছাত্রফ্রন্ট  বগুড়া সাংগঠনিক বিভাগের সম্মানিত সাধারন সম্পাদক ও ছাত্রফ্রন্টের নওগাঁ জেলা সভাপতি  মোহাম্মদ আলী  এবং বিশেষ অতিথী হিসেবে উপস্থিত  ছিলেন জাকের পার্টি সাপাহার উপজেলার সাধারন সম্পাদক মতিউর রহমান।  এ ছাড়াও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি জাহিদুল ইসলাম, সাকলাইম মোস্তাক গোলাপ, তোফিক উদ্দিন, মেহেদী চৌধরী,  মোশফিকুর রহমান মহিন সহ ছাত্রফ্রন্টের অন্যান্য সদস্যবৃন্দ।
SHARE

Author: verified_user