2020/06/27

জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো কদমতলী থানা ছাত্রফ্রন্ট।

SHARE

জাকের পার্টি ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কদমতলী থানা ছাত্রফ্রন্ট।

২৭শে জুন,জাকের পার্টি ছাত্রফ্রন্টের ২৪ তম শুভ জন্মদিন।এই ২৪ বছরের ইতিহাসে জাকের পার্টি ছাত্রফ্রন্টের কোন কালো দাগ নেই।নেই কোন চাঁদাবাজিতে নাম,নেই হরতাল অবরোধের নামে অরাজকতা।

আজ ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কদমতলী থানা ছাত্রফ্রন্টের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজনের মধ্যে দিয়ে নেতাকর্মীরা অনেকদিন পর একসাথে হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।নেতাকর্মীরা সম্মিলিত ভাবে কেক কেটে নিজ সংগঠনের জন্মদিন পালন করেছে।
এসময় উপস্থিত ছিলেন থানা ছাত্রফ্রন্টের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক এস এম শুভ হাসান,সাবেক সাধারন সম্পাদক সৈয়দ শামীম ইসলাম,৬১নং ওয়ার্ড এর সসাধারন সসম্পাদক মেহেদী হাসান,হ্রদয় কবির,নুরু,৫৮নং ওয়ার্ড এর সাধারন সম্পাদক জুবাইরুল কিবরিয়া রিংকু,রবি,রায়হান সহ প্রমুখ ।
SHARE

Author: verified_user