2020/06/11

জাকের পার্টি নেতা নজরুল ইসলাম আকন্দ শিবলীর ইন্তেকাল

SHARE

জাকের পার্টি নেতা নজরুল ইসলাম আকন্দ শিবলীর ইন্তেকাল

জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং শেরপুর সাংগঠনিক বিভাগের সভাপতি নজরুল ইসলাম আকন্দ শিবলী আজ বৃহস্পতিবার বিকাল ৫ টা ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

মরহুম শিবলী হৃদরোগ ও কিডনি জটিলতা নিয়ে কয়েকদিন আগে বাংলাদেশ মেডিকেলে ভর্তি হন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে গত তিন দিন যাবত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

জাকের পার্টি ও সহযোগী সমুহের নেতা কর্মী সমর্থকদের মাঝে সুপরিচিত 'শিবলী ভাই' ১ পুত্র ও ৩ কণ্যা, নাতি, নাতিনী, আত্মীয় স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ এশা জাকের পার্টির বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে অত্যন্ত সীমিত পরিসরে সামাজিক দুরত্ব বিধি মেনে শুধু কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানরত নেতৃবৃন্দই জানাযায় অংশগ্রহণ করেন।

নিজ জন্মভুমি জামালপুরের বগাবাইদে ২য় নামাজে জানাযা শেষে আজই তাকে পিতা ও মাতার পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে, জনাব শিবলীর অকাল ইন্তেকালে  তার সাবেক কর্মস্থল চট্রগ্রামসহ নানা মহলে শোকের ছায়া নেমে আসে। অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা, কবি, আবৃত্তিশিল্পী, চট্রগ্রাম বেতারের সাবেক সংবাদ পাঠক নজরুল ইসলাম আকন্দ শিবলী জাকের পার্টি চেয়ারম্যানের অত্যন্ত স্নেহভাজন ছিলেন।

জাকের পার্টি চেয়ারম্যানের শোক

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম আকন্দ শিবলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিঁনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
SHARE

Author: verified_user