রংপুরে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান : দুর্নীতির দায়ে চুনোপুঁটিদের ধরা হচ্ছে
রংপুরে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান: দুর্নীতির দায়ে চুনোপুঁটিদের ধরা হচ্ছে।
বিঃদ্রঃ ৩০ ই ডিসেম্বর ২০১৯
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল বলেছেন, প্রবৃদ্ধি যে হারে বাড়ছে সাম্য কি সে হারে বাড়ছে? একজন আলিশান বাড়িতে, আরেকজন রাস্তার ঢালে। একজন পোলাও-কোর্মা খায়, আরেকজন সপ্তাহেও গরুর গোশত পায় না। প্রবৃদ্ধির হার যেভাবে বাড়ছে, বৈষম্যও সেভাবে বাড়ছে। আজ দুর্নীতির দায়ে চুনো পুঁটিদের ধরা হচ্ছে। কিন্তু রাঘব বোয়ালদের ধরা হচ্ছে না ।
রবিবার রাতে রংপুর শহরের টাউন হলে রংপুর জেলা ও মহানগর জাকের পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
কনকনে শীতের রাতে জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময় সভায় উপস্থিত হন।
ড. সায়েম আমীর ফয়সল বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধ ও রক্তপাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানবসেবা ও জনকল্যাণের রাজনীতিতে। আমাদের যদি ক্ষমতার মোহ থাকতো, তাহলে ২০ বছর আগেই আদর্শ বিক্রি করে সংসদে যেতে পারতাম। কিন্তু আমরা তা করি নাই। মনে রাখতে হবে, বট গাছের নিচে ছোট গাছ টিকে না।
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, স্ট্যান্টবাজি ও লেবাস বিক্রির রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। জাকের পার্টি একটি প্রকৃত ইসলামী রাজনৈতিক দল। আমাদের মহিলা ফ্রন্ট নিয়ে অতীতে কথা উঠেছিল। কিন্তু আজ নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে মহিলা নেতৃত্ব অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের আদেশ দিয়েছে। জাকের পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ৩৩.৩৩ ℅ নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত করে কমিটি জমা দিয়েছে। জাকের পার্টির সব কিছু স্বচ্ছ। আমরা আমাদের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছি।
ড. সায়েম আমীর ফয়সল বলেন, জাকের পার্টির বয়স ৩০ বছর। যদিও এখনো পর্যন্ত সংসদে আমরা একটা আসনও পাই নি। তবে একটি কথা সত্য, লেবাস বিক্রির রাজনীতি আমরা করি না। আমার ইসলাম কিন্তু আমার টুপি-দাড়ি পাঞ্জাবিতে না। কর্মই আমার ধর্ম। ইসলাম পালন করার নয়, আমরা ইসলাম কায়েম করতে এসেছি। বিকৃত ইসলাম নয়, আমরা সত্য ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছি।
তার বক্তব্যে একাধিকবার নেতা কর্মীদের মুহুর্মুহু স্লোগান ধ্বনিতে মুখরিত হয় সমাবেশ স্থল। পরবর্তীতে স্থানীয় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ড. সায়েম আমীর ফয়সলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
