যা হবার হবে,গ্রামে যেন তাদের যেতেই হবে।
করোনা ভাইরাস প্রতিরাধে যখন সারা দেশ তৎপর তখন জীবন বাজী রেখে ঈদে গ্রামের বাড়ি যাচ্ছে তারা। কোন কিছুই তাদের আটকাতে পারেনি। লকডাউন, গণপরিবহন বন্ধ, লঞ্চ, স্পীড
বোট এমনকি ফেরী ও বন্ধ। আছে পুলিশী চেকপোস্ট। তারপর ও থামাতে পারেনি তাদের। ঈদের পরে আবার এভাবেই ঢাকা ফিরবে তারা।
ইতিমধ্যে পুলিশের ডিএমপি কমিশনার ঘোষনার মাধযমে জানিয়েছে,কেউ ঢাকা থেকে অন্য কোন জেলায় যেতে পারবে না এবং কেউ অন্য কোন জেলা থেকে ঢাকাও আসতে পারবে না।এজন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে।ঢাকা থেকে জেলাগামী গাড়ি আবার ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে।
এত বাধা দেয়ার পর ও কেন বিকল্প ব্যবস্থা করে তাদের গ্রামের বাড়ি যেতেই হবে।তা কেউ ভেবে পাচ্ছে না।
এবারের ঈদ কি তাদের জীবনের শেষ ঈদ।নাকি সকলে একসাথে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার স্বপ্ন দেখছে।
তাই সরকারের উচিৎ এরকম মানসিকতার নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিত করা। নয়তো আরো ভয়াবহ সময় আমাদের জন্য বিদ্যমান রয়েছে।
