![]() |
| র্যাব-৯,সিলেট |
বর্তমান সময়ের মুক্তিযোদ্ধাদের রাস্তায় ইফতার ।
আমরা মুক্তিযুদ্ধ দেখিনি।কিন্তু এখনো দেখতে পাই সে সময়ের মুক্তিযোদ্ধাদের।করোনা ভাইরাসের প্রভাবে লন্ডভন্ড দেশের মহা দূর্যোগ মোকাবেলায় আমরা এবার দেখেছি এসময়ের মুক্তিযোদ্ধাদের। যারা পরিবার পরিজন ছেড়ে দেশ ও দেশের মানুষদের নিরাপদ রাখার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছে।তাদের মধ্যে অন্যতম যোদ্ধা হলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।যারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে মানুষদের সচেতন করার জন্য দিনরাত রাস্তায় টহল দিচ্ছে।

জ্বর বৃষ্টি উপেক্ষা করা সহ রমজান মাসে তাদের রাস্তায় দাড়িয়ে একত্রে ইফতার করতে দেখা যাচ্ছে।আবার কোনদিন ক্যাম্প থেকে খাবার নিয়ে এসে রাস্তার পাশে বসে ইফতার করছে। যখন যেথায় টহল দিচ্ছে সেখান থেকে ইফতার কিনে একসাথে খাচ্ছে।
তাদের এই অসামান্য সহযোগিতা দেশবাসী কখনই ভুলবে না।ভালো থাকুক তারা যারা আমাদের ভালো রাখছে।
