![]() |
| গোপালপুর থানা জাকের পার্টি ছাত্রফ্রন্ট |
আজকে পৃথিবীর অর্থনীতি
থমকে আছে।
পৃথিবী এইভাবে কয়েক বছর চললে পৃথিবীর তেল নির্ভর অর্থনীতির দেশগুলো কোন অবস্থায় চলে যাবে ধারণা করা যায় না।
তাই আমাদের সামনের মহা বিপদ থেকে বাঁচতে হলে অর্থনীতি চাকা ঠিক রাখতে চাইলে
কৃষির উপর গুরুত্ব দিতে হবে।
কৃষকের সহযোগিতা করতে হবে।
নাহলে আমাদের কৃষি নির্ভর অর্থনীতি
থুবরে পড়বে।
আজকে দেশে নানা রকম প্রকৃতিক দূযোর্গ কারণে আমাদের কৃষকদের মুখে হাসি হারিয়ে যায়
যখন পাকা ধান ডুবে যাওয়ার উপক্রম হয়।
আজকে যদি আমরা কৃষকের পাশে না দাঁড়াই
তাহলে একদিন আমাদের মুখের অন্ন যোগানের লোক থাকবে না।
তাই আজকে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় পানিতে ডুবে যাওয়া এক কৃষকের জমির ধান
জাকের পার্টি ছাত্রফ্রন্ট গোপালপুর থানার উদ্যোগে
কেটে গোলায় ভরে বাসায় পৌছে দেয়া হয়।এর আগেও তারা কয়েকজন কৃষকের ধান কেটে দেয়।এবং রমজান মাসে ত্রান ও ইফতার বিতরন করে।
জাকের পার্টি ও এর সহযোগি সংগঠনগুলো করোনাকালীন সময় থেকেই দেশের বিভিন্ন স্থানে ত্রান সামগ্রী প্রদান ও ইফতার বিতরন করে আসছে।সারাদেশে তাদের কার্যক্রমে জনমনে জাকের পার্টির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ পাচ্ছে।
এসময় নেতাকর্মীরা আহব্বান জানান,এই মহাবিপদের সময় যার যার অবস্থান থেকে এই দেশের কৃষকদের পাশে দাঁড়ান।
![]() |
| জাকের পার্টি ছাত্রফ্রন্ট গোপালপুর উপজেলার সভাপতি মোঃ লিটন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক মোঃ আশিক মিয়া। |

