2020/05/21

৩০ বছর ধরে সিপিপি'র সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন আজ অবসর নিলেন তিনি

SHARE
Like To Share ZpNews24

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জনগণকে সচেতন করতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মী ৫৫ বছর বয়স্ক মো. শাহ আলম মীর নিখোঁজ হয়েছিলেন। কচুরিপানার মধ্যে ডুবে যান তিনি। কিছুক্ষণ আগে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজ্বিউন।

৩০ বছর ধরে সিপিপি'র সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। আজ অবসর নিলেন তিনি।
এইসব মানুষেরা কখনো রিকগনিশন চায়না। কোনো প্রনোদনা পায়না।
ন্যাস্টি কলোনিয়াল মানসিকতা সম্পন্ন মানুষদের মত 'স্যার' ডাক শুনতে চাওয়ার খায়েশ প্রকাশ্যে প্রচার করেন না। উনারা শুধু কাজ করে যান নীরবে আর মরেও যান নীরবে। উনাদের জন্য কেউ স্যালিউট চায়না। এদের তেমন বিশেষ মোরাল টোরালও প্রয়োজন হয়না ডিউটি করতে গেলে অথবা অন্যের জীবন রক্ষায় নিজেদের শঁপে দিতে। আল্লাহ জান্নাতবাসী করুন আমিন।
SHARE

Author: verified_user