৩০ বছর ধরে সিপিপি'র সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। আজ অবসর নিলেন তিনি।
এইসব মানুষেরা কখনো রিকগনিশন চায়না। কোনো প্রনোদনা পায়না।
ন্যাস্টি কলোনিয়াল মানসিকতা সম্পন্ন মানুষদের মত 'স্যার' ডাক শুনতে চাওয়ার খায়েশ প্রকাশ্যে প্রচার করেন না। উনারা শুধু কাজ করে যান নীরবে আর মরেও যান নীরবে। উনাদের জন্য কেউ স্যালিউট চায়না। এদের তেমন বিশেষ মোরাল টোরালও প্রয়োজন হয়না ডিউটি করতে গেলে অথবা অন্যের জীবন রক্ষায় নিজেদের শঁপে দিতে। আল্লাহ জান্নাতবাসী করুন আমিন।
