2020/05/10

কুমিল্লা ৮ (বরুড়া) আসনের জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুফতি শরিফুল ইসলাম সাইফি সাহেব এর ব্যবস্থাপনায় ৪২৫ অসহায় পরিবারের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরন

SHARE



জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের নির্দেশক্রমে,কুমিল্লা  জেলা বরুড়া উপজেলায় জাকের পার্টির উদ্যোগে  ৪২৫ অসহায় পরিবারের  মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
উক্ত উপহার সামগ্রী বিতরনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৮ (বরুড়া) আসনের জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী , জাকের পার্টি যুবওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও বিশ্ব ওলীর বেছালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের খতিব মুফতি শরিফুল ইসলাম সাইফি  ।


SHARE

Author: verified_user