2020/05/10

ফরিদপুরে কৃষকের ধান কেটে দিল জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ও সিপিএইচডির লিঃ সাদস্যরা

SHARE

ফরিদপুরে কৃষকের ধান কেটে দিল জাকের পার্টি ছাত্রফ্রন্ট ও সিপিএইডি লিঃ সাদস্যরা।




ফরিদপুরের সদর থানার আলিয়াবাদ ইউনিয়নের এক কৃষকের জমির ধান কেটে দিল জাকের পার্টি ছাত্রফ্রন্টের নেতাকর্মী ও সিপিএইচডির সদস্যরা।
আজ দুপুরে জাকের পার্টি ছাত্রফ্রন্ট সদর থানার নেতৃবৃন্দ এক কৃষকের ধান কেটে কাধে করে বাড়ি পৌছে দিয়েছন।
করোনার প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকে বের হতে পারছেনা।তাই কৃষকের জমিতে ধান উপড়ে পড়লেও ধান কাটার শ্রমিক পাচ্ছে না।এ দিকে লক্ষ রেখে জাকের পার্টি ছাত্রফ্রন্ট দেশের বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছে।

এসময় ধান কাটায় সর্বাত্মক সহযোগিতা করেন থানা ছাত্রফ্রন্টের নেতাকর্মী ও সামাজিক সংগঠন সিপিএইচডির সদস্যবৃন্দ।
SHARE

Author: verified_user