2020/05/22

আজ পবিত্র জুমা তুল বিদা

SHARE
 বিশ্ব জাকের মঞ্জিল জামে মসজিদ

আজ পবিত্র জুমা তুল বিদা,

পবিত্র রমজানের শেষ শুক্রবার। দিনটি মুসলিম উম্মাহর কাছে জুমাতুল বিদা নামে পরিচিত। ইবাদত বন্দেগি ও জিকির-আজকারের মাধ্যমে দিবসটি পালন করেন মুসলমানরা। এ দিন জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।

জুমআ` শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে- একত্রিত হওয়া, দলবদ্ধ হওয়া, সমবেত হওয়া ইত্যাদি। কুরআনুল কারিমে এই দিনটিকে ইয়াওমুল জুমুআ নামে নামকরণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় হিজরতের পর এই দিনটিকে জুমার দিন নামকরণ করেছেন এবং মদিনায় যাওয়ার সময় কুবা নামক স্থানে জুমআ`র নামাজ আদায় করেছিলেন।

 ইয়া আল্লাহ  এই বিশেষ দিনের উছিলায় আমাদের সবাইকে করোনা ভাইরাস ও বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা চেয়ে মসজিদে মসজিদে  বিশেষ মোনাজাত করা হয়েছে।আজ জুমাতুল বিদা উপলক্ষে মসজিদে মুসল্লিদের উপস্থিতি ব্যাপক লক্ষ করা যায়।
SHARE

Author: verified_user