2020/05/23

ঠাকুরগাঁও জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে ইফতার বিতরন

SHARE

ঠাকুরগাঁও শহরে ২০০ টিরও বেশি ছিন্নমূল পরিবারের মাঝে ইফতারী (তেহারী) বিতরণ করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট।

আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে তেহারী বিতরণ করা হয়। জাকের পার্টি ছাত্রফ্রন্ট ঠাকুরগাঁও সদর থানার সম্মানিত যুগ্ন-সাধারণ সম্পাদক  এস এম রাসেল সোহরাব এবং জেলার নেতৃবৃন্দদের নিজ প্রচেষ্টায় বাসায় বাসায় গিয়ে ইফতারী পৌছে দেওয়া হয় এবং সেই সাথে সামাজিক দূরত্ব সচেতনতার কথা তুলে ধরা হয়।
জেলা ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আল-মামুন বলেন, করোনাভাইরাস মোকেবেলার এই যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যতটুকু পেরেছি ব্যক্তিগত অর্থ দিয়ে অসহায় মানুষদের সহযোগিতা করেছি। আপনাদের যতটুকু সামর্থ আছে তা দিয়েই অসহায় মানুষদের সহযোগিতা করুন।

ঠাকুরগাঁও জেলা ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আল-মামুন  বলেন, করোনাভাইরাস মোকাবেলার এই যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যতটুকু পেরেছি ব্যক্তিগত অর্থ দিয়ে অসহায় মানুষদের সহযোগিতা করেছি। আপনাদের যতটুকু সামর্থ আছে তা দিয়েই অসহায় মানুষদের সহযোগিতা করুন।

মহামারী করোনাভাইরাসের এই অবস্থায় অসহায় ও কর্মহীন পরিবারগুলোর পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের উচ্চবিত্ত মানুষদের এগিয়ে আসার অনুরোধ করেন জেলা ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দরা
নিউজ টি শেয়ার করুন :
SHARE

Author: verified_user