দরিদ্র ছিন্নমূল মানুষের পাশে পিরোজপুর জেলা জাকের পার্টি ।
স্টাফ রিপোটারঃ দেশব্যাপী করোনাভাইরাস এর সংক্রামন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিরোজপুরের নেছারাবাদেও এর ভয়াবহতা বেড়েই চলেছে। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার ছিন্নমূল গরীব মানুষেরা।
মহামারি করোনাভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া সাধারন মানুষের মাঝে ত্রান বিতরন করেছে জাকের পার্টি । ১৭ মে সকাল ১১ টার দিকে মরহুম আলহাজ্ব মো. সুলতান মহাজনের বাড়ীতে বসে ত্রান সামগ্রী প্রায় ১ হাজার পরিবারের মধ্যে বিতরন করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে চাল-৮ কেজি, আলু-৪ কেজি ছিল। যা একটি পরিবার ৫ দিন খেতে পারবে।
ত্রান বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন, জাকের পার্টি পিরোজপুর জেলা সভাপতি আলহাজ্ব লোকমান হোসেন চঞ্চল, স্বরূপকাঠী পৌর কমিটির সাধারন সম্পাদক মো. সেলিম হোসেনসহ স্থানীয় জাকের পার্টির নেতাকর্মীরা।
ত্রান বিতরন কার্যক্রম পরিচালনা করেন জাকের পার্টির জেলা কমিটির সিনিয়র সদস্য মো. তানভীর আহমেদ ফোরকান। জানা যায় আগামিতে জাকের পার্টির পক্ষ থেকে উপজেলায় ত্রান বিতরন কায্যক্রম অব্যহত থাকবে।এই উপজেলা জাকের পার্টির নেতাকর্মীরা আপনাদের পাশে অতীতে যেমন ছিলো আগামীতেও থাকবে বলে আশ্বাস প্রদান করা হয়।

