
সিপিএইচডি মুগদা জোন এর পক্ষ থেকে ত্রান বিতরন।
সিপিএইচডি একটি সামাজিক সংগঠন।এর মূল উদ্দেশ্য আর্তমানবতার সেবা করা।সিপিএইচডির আওতাধীন একটি আয়ুর্বেদিক ঔষধ কোম্পানি রয়েছে।কোম্পানির মূল লক্ষ দেশের বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণ করা।
আজ সিপিএইচডির মুগদা জোন শাখার পক্ষ থেকে মুগদা জিরোপয়েন্ট এলাকায় ৫০টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।অসহায় দরিদ্র মানুষের মাঝে গোপনে এই ত্রান বিতরন করা হয়।
সিপিএইচডির মুগদা জোন এর সমন্বয়কারী ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট মুগদা থানার সাংগঠনিক সম্পাদক মো:কামরুল হাসান এর উদ্যোগে ত্রান বিতরনে উপস্থিত ছিলেন জাকের পার্টি মহিলা ফ্রন্টের মুগদা থানার সভানেত্রী মোছা:হালিমা খাতুন, ছাত্রফ্রন্টের ইলিয়াস,আরাফাত,কাওসার সহ প্রমুখ ।