বিশ্ব ওলী হযরত শাহ সুফী খাজা বাবা ফরিদপুরীর ওফাত দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশ্ব ফাতেহা শরিফ।
বুধবার (২৯ এপ্রিল) জাকের পার্টির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকটে সামাজিক দূরত্ববিধিসহ সার্বিক স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণে এবার ২ দিনব্যাপী এ অনুষ্ঠান দেশ-বিদেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অনুরাগীদের ঘরে ঘরে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মাগরিব নামাজের পর নফল নামাজ আদায় ও বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরাকাবা মোশাহেদা, জেকের আসকার, ফাতেহা শরিফ পাঠ, দরুদ শরিফ পাঠ, নসিহত পাঠ এবং সেহরির পর রাতের শেষভাগে ‘ইয়া রাহমাতাল্লীল আলামীন’ স্মরণ করে রোনাজারি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১ মে) বাদ আসর খাজাবাবা ফরিদপুরী ছাহেবের রওজা শরিফ জিয়ারত ও মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাতেহা শরিফ।
প্রসঙ্গত, ২০০১ সালের ৩০ এপ্রিল রাজধানীর বনানী পাক দরবার শরিফে বিশ্ব ওলী কেবলাজান হুজুর দারুল বাকায় তশরিফ নেন। শোক বিধুর এ দিবসে প্রতি বছর বিশ্ব ফাতেহা শরিফ অনুষ্ঠিত হয়।
2020/04/29
SHARE
Author: Zaker party shibchar upazila verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
