2020/04/30

বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরীর ফাতেহা শরিফ আজ দেশ বিদেশে ঘরে ঘরে অনুষ্ঠিত হবে

SHARE
বিশ্ব ওলি হজরত শাহ্সুফী খাজা বাবা ফরিদপুরীর পবিত্র ফাতেহা শরিফ আজ। চলমান লকডাউন এবং সামাজিক দূরত্ববিধিসহ করোনা স্বাস্থ্যবিধি মেনে দু’দিনব্যাপী বেদনাবিধুর এ অনুষ্ঠান দেশ-বিদেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী, সমর্থক ও অনুরাগীদের ঘরে ঘরে অনুষ্ঠিত হবে। বুধবার জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
SHARE

Author: verified_user