স্টাফ রিপোর্টার, কে এ সৌরভ খাঁন :-
আখেরি মুজাদ্দেদ আখেরি মুর্শেদ বিশ্ব ওলী হজরত মাওলানা খাজাবাবা শাহসূফী ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ ২০২২ ইং (উরসে খাস) উপলক্ষ্যে গতকাল সংযুক্ত আরব আমিরাত শাখা জাকের পার্টির উদ্যোগে বাদ আসর দুবাই কার্যালয়ে পবিত্র মিশন সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত মিশন সভা ও ইফতার মাহফিলে সংযুক্ত আরব আমিরাত শাখা জাকের পার্টির সংযুক্ত আরব আমিরাত এর সভাপতি জনাব,বাদসা মুন্সি, নুরুল আলম, কামরুজ্জামান হিরন সহ সকল নেতৃবৃন্দ, পূর্ব ও পশ্চিম অঞ্চলের নেতৃবৃন্দ, ষ্টেট কমিটির নেতৃবৃন্দ সহ আমিরাতে অবস্থানরত সকল জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই উপস্থিত ছিলেন। এছাড়াও জাকের পার্টির ছাত্রফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগ এর সহ সভাপতি কে এ সৌরভ খাঁন ও শিবচর উপজেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক মোঃ নাহিদ হাসান পস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হয় মিলাদ ও দোয়ার মাধ্যমে।
2022/04/12
SHARE
Author: Zaker party shibchar upazila verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
