2020/08/06

ছাত্রনেতা থেকে জাকের পার্টির জাতীয় মঞ্চে রবিউল ইসলাম রবি

SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র,জাকের পার্টি ছাত্রফ্রন্টের বিপ্লবী সাধারন সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি জাকের পার্টির সর্বোচচ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যম গতকাল ৫ই আগস্ট এই তথ্য নিশ্চিত করা হয়।জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত প্রসংগে জনাব রবিউল ইসলাম রবি বলেন,আমাকে জাকের পার্টির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই,শুকরিয়া জ্ঞাপন করছি জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (রা:) এর পাক কদমে,এবং কৃতঙ্গতা জানাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের নিকটে।আমি এতদিন সততা ও নিষ্ঠার সাথে পার্টির সকল কাজ ও চেয়ারম্যান স্যারের নির্দেশ পালন করার উপহারস্বরুপ এই দায়িত্ব পেয়েছি।তাই সকলের নিকট দোয়া চাই,আমার উপর যে দায়িত্ব অর্পিত করা হয়েছে তা যেন আমি সঠিকভাবে পালন করে যেতে পারি।Like To Share ZpNews24
SHARE

Author: verified_user