2020/08/15

এখন থেকে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার তওবা করা প্রয়োজন, চেয়ারম্যান - জাকের পার্টি

SHARE

এখন থেকে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার তওবা করা প্রয়োজন। 

আমি আশা করি যে বাংলাদেশে অন্তত ১ টা দিন ঘোষণা করা হোক যেই দিন আমরা সবাই বন্দিগি করবো আর আল্লাহ্‌র কাছে পানা চাবো, নাচ-গান তো কম হইলো না ফুর্তি-ফারতিও কম চলতেছে না। ১ টা দিন অন্তত ঘোষণা করা হোক, যেই দিন আমরা শুধু মাত্র ইবাদাত করব, নফল ইবাদাত করবো। আল্লাহর কাছে মাফ চাবো রাত্রি ভর দিন ভর। 
#এ_বিষয়টা_যেন_কর্তৃপক্ষের_নজরে_থাকে।

বাণীঃ আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী ছাহেব ( চেয়ারম্যান - জাকের পার্টি)
SHARE

Author: verified_user