মহা পবিত্র আশুরা উপলক্ষে গাজীপুর মহানগর জাকের পার্টি যুব ফ্রন্টের উদ্দ্যোগে মিলাদ ও তাবারক বিতরন করা হয়।
জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকুমে
১০ই মহররম, পবিত্র আশুরা উপলক্ষে জাকের পার্টি যুব ফ্রন্ট করতৃক আয়োজিত গাজীপুর মহানগরের যুব ফ্রন্টের মহানগর কার্যালয়ে মিলাদ, কিয়াম, ও দোয়া পরবর্তীতে পবিত্র রওজা পাক জিয়ারতের পর তাবারক বিতরনের মাধ্যমে আশুরা শরিফের কর্মসূচি সুসম্পন্ন করা হয়।
