পবিত্র আশুরা শরীফ উপলক্ষে জাকের পার্টি যুবফ্রন্ট রাজশাহী বিভাগের কেন্দ্রীয় মিশন সিরাজগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়।
সভায় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন----
জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
জনাব : #শেখ_নজরুল_ইসলাম_লিটন।
এবং বিভাগীয় কেন্দ্রীয় মিশন সদস্য বৃন্দ ও স্থানীয় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুম ও ভবিষ্যৎবানী গুলো পুনরায় মনে করিয়ে দেয়া হয়। ২১/০৮/২০২০ইং
