2020/08/22

পবিত্র আশুরা শরীফ উপলক্ষে জাকের পার্টি যুবফ্রন্ট রাজশাহী বিভাগের কেন্দ্রীয় মিশন সিরাজগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়।

SHARE


 পবিত্র আশুরা শরীফ উপলক্ষে জাকের পার্টি যুবফ্রন্ট রাজশাহী বিভাগের কেন্দ্রীয় মিশন সিরাজগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়।


সভায় মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন----

জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাকের পার্টি যুবফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। 


জনাব : #শেখ_নজরুল_ইসলাম_লিটন। 


এবং বিভাগীয় কেন্দ্রীয় মিশন সদস্য বৃন্দ ও স্থানীয় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তব্যে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের হুকুম ও ভবিষ্যৎবানী গুলো পুনরায় মনে করিয়ে দেয়া হয়। ২১/০৮/২০২০ইং

SHARE

Author: verified_user